অনেক খাবার এর কারনে চেহারা তে বয়স এর ছাপ পড়ে। খাবারের মতো পানীয়র প্রভাবও সহজেই আমাদের চেহারায় পড়ে। অনেক পানীয় আছে যা পান করলে চেহারার বলিরেখা স্পষ্ট হয়ে যায়।

যার ফলে দেখতে বয়স্ক দেখায়। চিকিৎসকরা চেহারায় যাতে সহজে বয়সের ছাপ না পড়ে, তার জন্য কিছু পানীয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেই বিশেষ পানীয় টি আর কিছুই নয়, মদ। নিয়মিত মদ পান করলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে বলে দাবি তাদের। তাদের মতে, অ্যালকোহলের কোনো গুণ নেই বললেই চলে। এটি আসলে একটি বিষাক্ত পানীয়। পরিমাণের চেয়ে বেশি মদ খেলে লিভারের কার্যক্ষমতা কমতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কোষ ধ্বংস এবং হরমোনাল সমস্যা দেখা দেয়। মদ খেলে ত্বক রুক্ষ হয়ে যায় বলে জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা। তার ফলে চেহারায় সহজেই বয়সের ছাপ পড়ে ও বলিরেখা দেখা যায়। তাই যৌবন ধরে রাখতে মদপান এড়িয়ে চলতেই হবে।
No Comments